নীলফামারীতে বৃদ্ধারর ঝুলন্ত লাশ উদ্ধার
তপন দাস, রংপুর ব্যুরো
নীলফামারীতে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার একটি বাশ ঝাড়ের পাশের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করে ডোমার থানা পুলিশ।
নিহত ধনে চন্দ্র রায় (৭০) ডোমার উপজেলার পাঁঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঁঙ্গা এলাকার সত্যধর রায়ের ছেলে। এবিষয়ে পাঁঙ্গা মটুকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টুর সাথে কথা হলে তিনি বলেন ধনে রায় একজন মানসিক রোগী সে মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হতেন আর তাকে তার পরিবার খুজে বাড়িতে আনতেন এবং আজকে দুপুরবেলা খবর পাই যে সে তার বাড়ির পাশের বাঁশ ঝাড়ের ভিতরে একটি গাছে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। এবং আমি তখন দ্রুত তার বাসায় আসি এবং তার পরিবারকে শান্তনা দেই এদিকে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংবাদ পাওয়া মাত্র সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
নীলফামারীতে বৃদ্ধারর ঝুলন্ত লাশ উদ্ধার