নীলফামারীতে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড দেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
তপন দাস
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে দুস্থ-অসহায় পরিবারে খাদ্য সহায়তা কর্মসূচির ভিজিডির উপকারভোগীদের
কার্ড ও চাল বিতরণের নামে নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর বিরুদ্ধে সরকারি আইন অমান্য করে ২ লক্ষ ৪৫ হাজার ৭ শ’ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার নিতাই মুশরুতপানিয়ালপুকুর সাব-সেন্টারে কার্ড ও চাল বিতরণে এ ঘটনাটি ঘটে।
জানা যায়- ভিজিডির আওতায় ২০২৩-২৪ চক্রে নিতাই ইউনিয়নে ৩ শ’ ৫১ জন সুবিধাভোগী নির্বাচন করা হয়। উপকারভোগী বাছাই শেষে গতকাল সোমবার (২০ মার্চ) মুশরুত পানিয়ালপুকুর সাব-সেন্টারে কার্ড ও চাল বিতরণ শুরু করে। এসময় উপকারভোগীদের কাছ থেকে সঞ্চয়ের নাম করে ৭ শ’টাকা করে নেয়া হয়। এ টাকা নেয়ার অভিযোগের ভিত্তিতে বিতরণস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
সেখানে সাব-সেন্টারের কাছে একটি দোকানের সামনে চেয়ার-টেবিলে বসে তালিকার নামধারীদের
কাছ থেকে নগদ ৭ শ’ টাকা জনপ্রতি নিচ্ছে ওই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আবু তাহের ও চেয়ারম্যানের প্রতিনিধি ইলিয়াছ হোসেন। টাকা নেয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানান- উপকারভোগীদের
সঞ্চয়ের টাকা নেয়া হচ্ছে। এসময় তারা দ্রুত চেয়ার-টেবিল থেকে উঠে সেখান থেকে সটকে পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে- ভিজিডি উপকারভোগীদের সঞ্চয় নেয়ার জন্য এনজিও নিয়োগ করা হয়।
পরবতর্ীতে এনজিও’র কমর্ীরা প্রতিটি উপকারভোগীর একাউন্ট খুলবেন এবং তারা মাস প্রতি ২ শ’ টাকা সঞ্চয় নিয়ে একাউন্টে জমা করবেন। এনজিও নিয়োগের আগে চেয়ারম্যানগণদের সঞ্চয়ের টাকা না
নেয়ার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ না মেনে ওই চেয়ারম্যান তার লোক দিয়ে উপকারভোগীদের কাছ থেকে ৭ শ’ টাকা করে
সঞ্চয়ের টাকা পকেটস্থ করছেন।
নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু উপকারভোগীদের নিকট থেকে ৭ শ’ টাকা
আদায়ের বিষয়ে জানতে চাইলে- তিনি জানান তাদের সঞ্চয় হিসেবে এ টাকা আদায় করা হচ্ছে। এসময়
ব্যস্ত আছি পড়ে কথা হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার মুঠোফোনে জানান- আমরা চেয়ারম্যানদের উপকারভোগীদের সঞ্চয় না নেয়ার জন্য বলেছি। উপকারভোগীদের সঞ্চয় নেয়ার জন্য এনজিও
নিয়োগ করা হলে তারা উপকারভোগীদের একাউন্ট খুলে সঞ্চয় গ্রহণ করবেন এবং তা একাউন্টে জমা
করবেন।
উপকারভোগীদের সঞ্চয় গ্রহণ ও জমা করণের জন্য কোন এনজিও নিয়োগের আগে ভিজিডির কার্ড ও চাল
বিতরণের সময় চেয়ারম্যানরা তাদের লোক দিয়ে সঞ্চয়ের নামে টাকা গ্রহণ করে হাতিয়ে নেয়ার কৌশল কি
না এমন প্রশ্ন করা হলে- উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান ভিজিডি
উপকারভোগীদের সঞ্চয় না নেয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে। এনজিও নিয়োগ করার পর তারাই সঞ্চয় গ্রহণ
করে জমা করবেন। এর আগে যদি কোন ইউনিয়নের চেয়ারম্যান সঞ্চয়ের নামে টাকা গ্রহণ করে তা
হাতিয়ে নেয়ার কৌশল হতে পারে।
নীলফামারীতে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড দেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে