নীলফামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
তপন দাস,
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর চিলাহাটিতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আকিব ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।বুধবার (১৫ মার্চ) বিকাল আনুমানিক ০৩ ঘটিকার সময় নীলফামারীর চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নে ০৭ ওয়ার্ডে জনতা ব্যাংকের পাশে নিজ বাসভবনে এই ঘটনা ঘটেছে। নিহত আবিক ইসলাম ওই গ্রামের আবিদ হোসেন পলাশ শিক্ষকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবিক ইসলাম।
নীলফামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
স্থানীয়রা জানান নিহত আবিক ইসলাম কাতারে চাকরি করতো, নিহত আবিক ইসলাম বিয়ে করেছেন ঠাকুরগাঁও জেলায় বিয়ে হাওয়ার ৬-৭ মাস হলো তাঁর স্ত্রী বাবার বাড়িতে রয়েছেন। এর মধ্যে মা, বাবা, সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এই বিষয়ে ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম কালু বলেন আমি খবর পেয়ে তারাতাড়ি আশি , তার বাবা বললো যে নিহত আবিক ইসলামের স্ত্রী রংপুরে আছে। নিহত আবিক ইসলাম তার বাবার কাছে নাকি জমি লেখে চেয়েছে, তার বাবা বলছে যে কয়দিন পর দিবো এই অভিমানে আজকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবিক ইসলাম।
নীলফামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা