তানিয়া তানু
নীরব অবুঝ মন
স্তব্ধ নিরবতায় ঘেরা আমার চারিপাশ,
নিরবতায় ঘেরা আজ আমারি মনের নীল আকাশ।
নিরবতায় ছুঁয়ে আছে যেন আঙ্গিনার ফুল,
নিরবতায় চুপচাপ যেন নদীর ও দুই কূল।
দুই চোখের কোনে আঁকা রঙিন স্বপ্নের মেলা,
নীরব মনের আকাশে হঠাৎ চলছে প্রজাপতির খেলা।
ডায়রির পাতায় আজ নেই কোন কথা,
পথে প্রান্তরে আজ শুধুই নিরবতা।
ঘন কালো রাতে জ্বলছে মিটিমিটি তারাদের বাতি,
নিরবতাই যেন আজ অবুঝ মনের সাথী।
নীরে ফিরা পাখিগুলো ক্লান্ত চোখের নিবিড় ঘুম,
গভীর রজনীতে একাই আমি শুধু আছি নির্ঘুম।।।