না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আজাদ মজুমদার
স্টাফ রিপোর্টারঃ
দৈনিক চাঁদপুর সংবাদ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আজাদ মজুমদার চলে গেলেন না ফেরার দেশে। গতকাল ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স ছিলো (৩৫) বছর, তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য সাংবাদিক আজাদ মজুমদার দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত ছিলেন। কিডনি (ডায়ালাইসিস) চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হন। অবশেষে মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করে অকালে চলে গলেন এ অবিনশ্বর পৃথিবী ছেড়ে।
তার সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীগন তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন
না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আজাদ মজুমদার