মোহসিন পাটোয়ারীঃ
১৬২ নং নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির কোন সভাপতি বিদ্যালয়ে শিক্ষকদের ওপর প্রভাব বিস্তার ও অনিয়ম দূর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি বিএইচএম কবির আহমেদ। কোন সভাপতির অনিয়মের প্রমান পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আজ সোমবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ১৬২নং নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি এসময় আরও বলেন, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার একমাত্র ৮ম শ্রেণীর পাঠদান চালু সরকারি প্রাথমিক বিদ্যালয়। লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রমগুলোতে এ বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। কিন্তু শ্রেণীকক্ষের সমস্যায় শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে ক্লাস করছে। এ সমস্যা সমাধানে চলতি অর্থ বছরেই একটি ভবন বরাদ্দে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। আশা করছি নতুন ভবনের টেন্ডার প্রক্রিয়ায় সম্পন্ন করতে পারবো।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা এসএমসির সভাপতি আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার, ইউআরসির ইন্সট্রাক্টর মো. ছরওয়ার জাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন প্রধান, নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক মোহসিন পাটোয়ারী।
নাগদা সঃ প্রাঃ বির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, এসএসসি সদস্য মো. মিজানুর রহমান ঢালী, ৮ম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরীন হ্যাপি, মতলব প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ জাকির, জাহাঙ্গীর আলম প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, মতলব প্রেসক্লাবের সদস্য আশরাফুল জাহান শাওলিন, সমির ভট্টাচার্য বলু, মহিলা মেম্বার রোকেয়া বেগম,সাবেক মেম্বার রানু বেগম, ৬নং ওয়ার্ড মেম্বার কাউছার আলম প্রধান, ৭নং ওয়ার্ড মেম্বার গোলাম মোস্তফা খন্দকার, এসএমসি’র সভাপতি গোলাম জিলানী তালুকদার, সদস্য আলাউদ্দীন তালুকদার, শাহিন তালুকদার, সাইফুল ইসলাম তালুকদার স্বপন, মনির হোসেন ঢালী, মজিবুর রহমান, পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতি এসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্রী তামিমা আক্তার।
ক্যাপশন: নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশন এর পক্ষ থেকে আর্থিক ভাবে অসচ্ছল এবং অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
নাগদা সঃ প্রাঃ বির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন