নবজাতককে টয়লেটে রেখে পালিয়ে গেল প্রসূতি মা
তপন দাস, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় নবজাতকশিশু কে টয়লেটে রেখে পালিয়ে গেলেন প্রসূতি মা ।
ঘটনাটি শনিবার বিকালে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর সাড়ে বারোটার দিকে হাসপাতালের প্যাথলজিক্যাল টয়লেটের ভিতরে একটি নবজাতক ছেলে শিশু রেখে প্রসূতি মা উধাও হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেজবাউর রহমান জানান, হাসপাতালে আসা রোগীদের শোরগোল শুনে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, শিশুটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে শিশুটির ওয়ারিশ পাওয়া না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নবজাতককে টয়লেটে রেখে পালিয়ে গেল প্রসূতি মা
পরে বিভিন্ন সূত্রে জানা যায় ১৪ বছরের এক কিশোরী পেটের বেদনা নিয়ে বেলা সাড়ে এগারোটায় জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। প্যাথলজিক্যাল টয়লেটের ভিতরে গিয়ে সন্তান প্রসব করে। পরে শিশুটিকে সেখানে রেখে উধাও হয় মা । তার গ্রামের বাড়ী উপজেলার কৈমারী ইউনিয়নের কুটিপাড়া এলাকায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু রেজওয়ানুল কবীর বলেন, মেয়েটি হাসপাতালে ‘ভর্তির কিছুক্ষণ পরই টয়লেটে সন্তান প্রসব করে পালিয়ে যান মা। বর্তমানে নবজাতক ছেলে শিশুটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নবজাতককে টয়লেটে রেখে পালিয়ে গেল প্রসূতি মা