নজরুল ইসলামের বসত বাড়ি মেরামতে বাধা এবং হুমকি
মোহসিন পাটোয়ারীঃ
৩ নং খাদেরগাঁও ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের পুটিয়া গ্রামের প্রধানীয়া বাড়ির নজরুল ইসলাম পিতা মৃত- হাবিবুর রহমান উনার নিজ বাড়িতে ৫০ বছর যাবত উক্ত বসত ঘরে বসবাস করে আসিতেছেন। গত ১০ মে ২০২৩ ইং তারিখে ঘর মেরামতের জন্য ভাঙলে উনার ছোট ভাই কলিমুল্লাহ প্রধান ঘর মেরামতে আপত্তি জানান এবং বাধা প্রদান করেন।
এলাকার গণ্য মান্য ব্যাক্তি বর্গ বিরোধ মিমাংসার জন্য চেষ্টা করেছেন বলে জানা যায়।
গত ১৪ মে ২০২৩ ইং তারিখে, কলিমুল্লাহ প্রধান পিতা মৃত- হাবিবুর রহমান বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর কোর্টে ১৪৫ নং ধারা মতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত ঘর মেরামত না করতে বলেন। মামলার স্মারক নং ২০৮, মামলা নং ৫৯৮/২০২৩।
নজরুল ইসলাম এবং তার ছেলে শহিদ প্রধান জানান কলিমুল্লাহ প্রধান এবং উনার মেয়ে গং আমাদেরকে বাড়ি মেরামতে বাধা এবং হুমকি দিচ্ছে নারী নির্যাতন মামলার, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘর মেরামতের কাজ বন্ধ রেখেছেন, ফলে ঘরের সকল আসবাবপত্র বাহিরে পড়ে থাকার কারণে অনেক ক্ষতি হচ্ছে, এবং বর্তমানে বসবাসের অযোগ্য ঘর থাকায় মানবেতর জীবন যাপন করছেন বলে জানান।
উক্ত বিষয়ে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ মজিদ কে জিগ্যেস করলে উনি জানান আমরা এলাকার গণ্য মান্য ব্যাক্তিদের নিয়ে বিরোধ মিমাংসার উদ্দেশ্যে সরজমিনে যেয়ে পূর্বের জায়গায় ঘর মেরামতের নির্দেশ দিয়ে আসি, কিন্তু আমাদের কথা অমান্য করে কলিমুল্লাহ প্রধান মামলা প্রদান করেন। বিষয়টি বিচারাধীন অবস্থায় আছে।
বড়ির অন্যান্য লোকজন এবং পাড়া প্রতিবেশী বলেন আমরা বিষয়টি মিমাংসা করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের কথা কলিমুল্লাহ প্রধান শুনেন নাই। বিষয়টি নিয়ে সকলেই উদ্ভেগ প্রকাশ করেন এবং সামান্য বিষয় নিয়ে কোর্ট পর্যন্ত মামলা হুমকি/ ধমকি অনাকাঙ্ক্ষিত বলে জানান।
উক্ত বিষয়ে কলিমুদ্দিনের মেয়ে সৃতি আক্তার কে জিজ্ঞেস করলে উনি জানান উনারা উনাদের সীমানা থেকে ১ ফুট বাড়িয়ে ঘর নতুন করে উঠাতে চাইলে আমাদের ঘরের সামনে বৃষ্টির সময় চালের পানি পড়বে বলে আমার বাবা কলিমুল্লাহ প্রধান বাধা প্রদান করেন এবং পরবর্তীতে মামলা করেন।
ভুক্তভোগী নজরুল ইসলাম এবং তার ছেলে শহিদ প্রধান বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এলাকার মানুষের কাছ থেকে সঠিক তত্ত্ব নিয়ে কোর্ট যে রায় দেবে তাতেই আমরা সন্তুষ্ট থাকবো।
নজরুল ইসলামের বসত বাড়ি মেরামতে বাধা এবং হুমকি