নওগাঁয় গৃহবধুর রহস্যজনক মৃত্যু
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে মোরশেদা খাতুন (২১) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবী স্বামী ও জা মিলে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছিল।”
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বিষ্ণপুর জন্তিগ্রামে।
নিহত গৃহবধু ওই গ্রামের শাহিদুল ইসলাম ছোটনের স্ত্রী। বিকেলে ওই গৃহবধুর ঘর থেকে শিশু কন্যার কান্না শুনে তার জা ও প্রতিবেশীরা এগিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ পায়। এ সময় তারা ঘরের দরজা ভেঙে মোরশেদাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে। পরে তারা সেখান থেকে লাশ নামিয়ে আনে।
নওগাঁয় গৃহবধুর রহস্যজনক মৃত্যু
কিন্তু মেয়ের পরিবারের দাবী, নিহতের স্বামী ছোটনের সাথে তার ভাবীর পরকিয়া সম্পর্ক ছিলো। এ ঘটনার জেরে তাদের মেয়েকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। সেখানে ঘরের মেঝেতে ও সিঁড়িতে রক্তের দাগ রয়েছে বলেও তারা অভিযোগ করেন। এ রিপোট লেখার সময় সন্ধ্যা সাতটায় পুলিশ ঘটনাস্থলে ছিলেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। ময়নাতদন্ত শেষে হত্যা না আত্মহত্যা বিষয়টি জানা যাবে
নওগাঁয় গৃহবধুর রহস্যজনক মৃত্যু