তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বময় তথ্য প্রবাহের এক স্বর্ণযুগ চলছে…..মাহবুবুর রহমান সেলিম
স্টাফ রিপোর্টারঃ
তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বময় তথ্য প্রবাহের এক স্বর্ণযুগ চলছে। আবার মুক্ত গণমাধ্যমে রয়েছে অনেক প্রতিকূলতাও।
চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনলাইন প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভায় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক শেখ মহসীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক খান এর পরিচালনায় প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্যে জাতীয় দৈনিক বাংলাদেশ সংবাদের প্রাক্তন সম্পাদক মাহবুবুর রহমান সেলিম একথা বলেন।
তিনি আরও বলেন বিভিন্ন দেশে বিভিন্ন কারণে স্বাধীন গণমাধ্যম আজ থমকে গেছে। আশা করি সভ্য এই যুগে গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণতা লাভ করবে। মুক্ত গণমাধ্যমই গণতন্ত্র ও শাসনতন্ত্রের সমন্বয় ঘটায়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আলোকিত চাঁদপুর এর প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে জনতার চাঁদপুর এর সম্পাদক গিয়াস উদ্দিন রানা, ঢাকার ডাক এর চাঁদপুর জেলা প্রতিনিধি আলমগীর বাবু, স্বাধীন বাংলা নিউজ৭১ এর সম্পাদক দেওয়ান মোহাম্মদ ইসহাক, কচুয়া অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্মবার্তা সম্পাদক ও জেলা সাংবাদিক ক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ. এম. মাসুদ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি মহোদয়ের মায়ের এবং চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর গাজীর মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বময় তথ্য প্রবাহের এক স্বর্ণযুগ চলছে…..মাহবুবুর রহমান সেলিম