ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর জমি ও গৃহ পেলেন ২’শ পরিবার
এস.কে বাপ্পি খুলনা জেলা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতর্ৃক আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলায় ২’শ পরিবার জমি ও গৃহ
পেয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এক ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এ গৃহ প্রদান করা হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা
করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, ডুমুরিয়া হাসপাতালের আবাসিক ডাক্তার সোহেল পারভেজ, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার, বীর
মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, রুদাঘরার চেয়ারম্যান গাজী
তৌহিদ, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, উপকারভোগী পারভীন বেগম ও মুনছুর আলী প্রমুখ। জানা গেছে, ডুমুরিয়া উপজেলায়
রুদাঘরা ইউনিয়নের শোলগাতিয়া আবাসনে ৭০টি, মিকশিমিল আবাসনে ৩৫টি, খর্ণিয়া ইউনিয়নের পাঁচপোতা আবাসনে ৩৫টি,
শোভনা ইউনিয়নের চিংড়া আবাসনে ২৩টি ও গুটুদিয়া ইউনিয়নের রায়েরমহল আবাসনে ৭টি গৃহ নির্মাণ করা হয় এবং উপজেলার ২’শ
পরিবারকে জমি ও গৃহ দেয়া হয়েছে।
ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর জমি ও গৃহ পেলেন ২’শ পরিবার