ডুমুরিয়ার রাজিবপুরে সাবেক শিবির নেতার হয়রানীতে দিশেহারা এক কৃষক পরিবার
এস,কে বাপ্পি খুলনা জেলা প্রতিনিধিঃ
ডুমুরিয়ায় সাবেক শিবির নেতার নানাবিধও হয়রানীতে দিশেহারা রাজিবপুরের মাহাবুর শেখ নামে এক কৃষক পরিবার। একের পর এক
হয়রানীমূলক মামলা দিয়ে ৫ যুগের আগে থেকে ধান ও মাছ চাষ করা জমি দবর দখলের চেষ্টা করছেন। থানা পুলিশ, জনপ্রতিনিধিসহ বেশ
কিছু দপ্তরে যেয়েও কোন সুরাহা হচ্ছে না। নিরুপায় এ পরিবারটি সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন। সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সুত্রে ও থানা পুলিশের কাছ থেকে এসব তথ্য
পাওয়া গেছে। জানা যায়, রাজিবপুর গ্রামের মৃত বাবার আলী শেখের ছেলে সাইদুর রহমান শেখ ও মাহাবুর রহমান শেখ নলঘোনা বিলে গত ৫ যুগ ধরে পূর্ব পুরুষের ৩ একর ১০ শতাংশ জমিতে ধান ও মাছ চাষ করে আসছেন। কিন্তু
তাদের নিকট আত্মীয় মৃত শামছুর রহমান শেখ গেল বিআরএস জরিপে কাগজ পত্রে কাটা ছেড়ো করে এক একর জমি তার নামে রেকট করে নেয় বলে অভিযোগ ওঠে। যে কারণে মাহাবুর শেখ ও সাইদুর শেখ এর বাবা
ডুমুরিয়া সহকারি জজ আদালতে মামলা করেন । ওই মামলায় তিনি রায় পান বলে মাহাবুর শেখ জানান। মাহাবুর শেখ অভিযোগ করেন, কিন্তু
এসব রায় তোয়াক্কা না করে শামছুর শেখের পোতা সাবেক শিবির নেতা আলমগীর শেখ বার বার ওই জমিতে বহিরাগতদের দিয়ে দখলের চেষ্টা করে। এ নিয়ে ডুমুরিয়া থানায় একাধিক অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে দু’পক্ষ বসে কোন সিদ্ধান্ত নেওয়া হলে আলমগীর তা আবারও লক্ষন করে। গত ১৯ ফেব্রুয়ারি সকালে আলমগীর শেখ বহিরাগতদের নিয়ে ওই জমি আবারও দখলের চেষ্টা করে। বাধাঁ দেয়ায় কোন ঘটনা ছাড়াই
কাল্পনিক ঘটনা সাজিয়ে থানায় একটি হয়রানীমূলক মামলা দায়ের করে
বলে তিনি জানান। ওই মামলায় ৭ জনকে আসামী করা হয়। তবে আলমগীর
হোসেন বলেন, আমাদেও ওপর হামলার কারণে মামলা করা হয়েছে। তিনি ওই জমি তার বলে দাবি করেন। এ ব্যাপারে ডুমুরিয়া থানার ওসি শেখ কণি মিয়া বলেন, এজাহার পেলে মামলা নিয়ে তদন্ত করার নিয়ম রয়েছে। ঘটনা
মিথ্যা হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডুমুরিয়ার রাজিবপুরে সাবেক শিবির নেতার হয়রানীতে দিশেহারা এক কৃষক পরিবার