ডিমলায় ইউপি উপ নির্বাচনে নৌকার প্রার্থী এ এইচ এম ফিরোজ নির্বাচিত
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ৩নং ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বেসরকারী ফলাফলে নৌকার প্রার্থী এ এইচ এম ফিরোজ নির্বাচিত। ৩নং ডিমলা সদর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) মার্কার প্রার্থী এ এইচ এম ফিরোজ সরকার ৯ হাজার ৬২০ ভোট পেযে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র (চশমা) মার্কার প্রার্থী উৎপল কুমার সিংহ রায় পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট। স্বতন্ত্র (আনারস) মার্কার প্রার্থী আমিনুর রহমান পেয়েছেন ৭৮৪ ভোট, ও স্বতন্ত্র (মোটরসাইকেল) মার্কার প্রার্থী মজিব উদ্দিন পেয়েছেন ৩২৮ভোট। ৩নং ডিমলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩৫৯ এরমধ্যে মহিলা ভোটার ১৮ হাজার ৪৮ জন, ও পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৩১০জন, হিজরা ১ জন। উল্লেখ্য মেয়াদ কাল পুন্যের আগেই গত (১৪ ডিসেম্বর) ২০২১ তারিখে এ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকার ইন্তেকালের কারণে আসনটি শুন্য হলে ১৬ মার্চ এ আসনটিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হলো।
ডিমলায় ইউপি উপ নির্বাচনে নৌকার প্রার্থী এ এইচ এম ফিরোজ নির্বাচিত