ঠাকুরগাঁওয়ে পণ্যবাহী ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-
গীতি গমন চন্দ্র রায় গীতিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সড়কের তেতুলতলা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় নয়ন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে।
জানাযায়,৮ই মার্চ বুধবার দুপুরে পীরগঞ্জ ঠাকুরগাঁও সড়কের তেঁতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘনায় নিহত মোটরসাইকেল আরোহী নয়ন ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর এলাকার একরামুল হক চৌধুরীর পুত্র।
ঠাকুরগাঁওয়ে পণ্যবাহী ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১
এ এলাকার স্থানীয়রা জানান পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও গামী একটি ওষুধ পণ্য বাহী কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে নয়ন নিহত হন।এ সময় মোটরসাইকেল আরোহী ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জের দিকে আসছিলেন তেঁতুল তলা নামক স্থানে পৌঁছালে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় নিহত নয়নের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা করেছি।
ঠাকুরগাঁওয়ে পণ্যবাহী ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১