জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে সারাদেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠন, মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশথেকে আগত হাজার হাজার সদস্যদের পদচারণায় এক মিলনমেলায় পরিনত হয় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম।
জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দিনব্যাপি দুই পর্বে সকালের অধিবেশনে র্যালি , কেক কাটা ও আলোচনা সভা, বিকেলে অধিবেশনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।দিনব্যাপি এই আয়োজনে সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, এশিয়ান টিভি’র চেয়ারম্যান হারুন-উর-রশিদ (সিআইপি), দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মজিবর রহমান।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক খন্দকার মাসুদুর রহমান দিপু। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার, মহাসচিব মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল হক, রেজাউল হাবিব রেজা, খায়রুল ইসলাম, সাইফুল আলম, যুগ্ম মহাসচিব এম এ আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন হিলু । উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগ, জেলা, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত