জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ
দিনাজপুর (পার্বতীপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় আব্দুর রাজ্জাক লিটন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এসময় স্বামী লিটনকে বাঁচাতে গিয়ে স্ত্রী আয়শা বেগমও হামলাকারীদের মারপিটের শিকার হন। এ ঘটনায় লিটন গুরুতর আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনমথপুর ইউনিয়নের চককৃঞ্জপুর বানকাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বসত বাড়ীর জমি নিয়ে দীর্ঘদিন যাবত একই এলাকার তফিকুল ইসলামের পরিবারের সাথে বিরোধ চলে আসছিলো লিটনের। এরই জের ধরে ঘটনার দিন লিটনের জমিতে লাগানো গাছ তুলে ফেলে ঘর নির্মানের চেষ্টা করে অভিযুক্ত তফিকুল ইসলাম (৩৪)তহিদুল ইসলাম (৬০) ও তাহমিদ (৪০)। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাথা ফেটে গুরুতর আহত হন লিটন। এসময় লিটনের আত্মচিৎকারে বাঁচাতে এসে হামলার শিকার হন তার স্ত্রী আয়শা বেগম। পরে এলাকাবাসীর সহযোগীতায় তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় লিটনের বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত তাহমিদ ও তহিদুলের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের জমিতে আমরা ঘর তোলার সময় লিটন বাধা দেয়। আমরা তাকে মারিনি। ঘটনাস্থলে ধস্তাধস্তিতে পরে গিয়ে তার মাথা ফেটেছে। আমাদের ফাসাতে মিথ্যা ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে লিটনের পরিবার।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক হুসাইন বলেন, উভয় পক্ষের মাঝে মারামারির ঘটনায় দুটি পৃথক অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ