চৌহালীতে জেলা পরিষদের কম্বল বিতরণ
মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের অসহায় ও দুঃস্থ্য শীতার্তদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ৭শত কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারী ) সকালে জোতপাড়া বাজারে এসব কম্বল বিতরণ করা হয়।
জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এসব কম্বল বিতরণে জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল রহমান তালুকদার চুন্নু, মাসুম শিকদার, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোল্ল্যা, উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য আবু মুছা বেপারী, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন মির্জা,খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ইমরুল হাসান, সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ আলমগীর শিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন মোল্লা, যুগ্ম সাধারণ আবু বক্কর ছিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রোকুনুজ্জামান রুকু, সহ-সভাপতি আবু দাউদ রানাসহ অনেকে।
চৌহালীতে জেলা পরিষদের কম্বল বিতরণ