চৌহালীতে একুশে ফেব্রুয়ারি উদযাপনে প্রস্তুতি সভা
মোঃ ইমরুল হাসান, চৌহালী উপজেলা প্রতিনিধিঃ ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার ।
চৌহালীতে একুশে ফেব্রুয়ারি উদযাপনে প্রস্তুতি সভা
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, চৌহালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, বিআরডিবির কর্মকর্তা আব্দুল মান্নান মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান , শিক্ষা অফিসার(ভারঃ) শাহজাহান, প্রসেস সার্ভার আব্দুল হাকিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ-সভাপতি রোকুনুজ্জামান রুকু প্রমুখ। এছাড়াও উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
চৌহালীতে একুশে ফেব্রুয়ারি উদযাপনে প্রস্তুতি সভা