চৌহালীতে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই
মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ
চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের চালুহারা কাদের মোল্লার ছেলে আলম মোল্লার বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মনির মোল্লা ও আলম মোল্লা বলেন, মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনটি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাব, খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় কাগজসহ কমপক্ষে ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
চৌহালীতে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই
স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । ইউপি চেয়ারম্যান জানান, বাচ্চার জন্য চুলায় দুধ গরম করার সময় এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য বলেছি এবং আপাতত থাকার জন্য ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দেওয়া কথা বলেছি। পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের কে আর্থিক সহযোগিতা করা হবে।
চৌহালীতে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই