চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চার্জার ভ্যান প্রদান
-চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সরুপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের কদম আলীর ছেলে অসহায় রুহুল আমিনকে ‘চার্জার ভ্যান’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন উপস্থিত থেকে এই চার্জার ভ্যানটি প্রদান করা হয়।
জানা গেছে রুহুল আমিন এর স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করতে গিয়ে ভিটা-বাড়ি বিক্রি করে দেয়, এমনকি তার একমাত্র উপার্জনের পথ চার্জার ভ্যানটিও বিক্রি করে চিকিৎসা খরচ করেন। বর্তমান সে তার নিজ গ্রাম ত্যাগ করে স্বরুপদাহ্ ইউনিয়ন (হিজলী গ্রামে একটি অস্থায়ী বাড়িতে বসবাস করছেন। তার নিজের চার্জার ভ্যানটি না থাকায় কর্মববিমুখ হয়ে রুহুল আমিনের স্ত্রী ও ৩ সন্তানসহ পাঁচ জনের পরিবার খুবই কষ্টে দিন যাপন করছেন। এমতাবস্থায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে একটি চার্জার ভ্যানের জন্য আবেদন করলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে একটি চার্জার ভ্যান প্রদান করা হয়েছে।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চার্জার ভ্যান প্রদান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শাহিন কবির, (উপদেষ্টা) মোঃ আব্দুর রহমান, মোঃ কামরুল হাসান, মোঃ আছির উদ্দিন, মোঃ আবু হানিফ, দীপ্ত বিশ্বাস, মোঃ নয়ন রহমান, মোঃ আবু সাঈদ (প্রবাসী) মোঃ সোহাগ হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ বি এম সুমন, মোঃ মোনায়েম হোসেন, মোঃ শোয়াইব ইসলাম, মোঃ রাকিব হোসেন, মোঃ সাগর হোসেন, মোঃ চয়ন হোসেন, মোঃ ইমরান হোসেন, মোঃ সাজিদ ইকন, মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ রাসেল হোসেন সহ স্থানীয় আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চার্জার ভ্যান প্রদান