চৌগাছা থানা পুলিশের সফল অভিযানে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
চৌগাছা থানা পুলিশের মাদক বিরোধী সফল অভিযানে মাদকদ্রব্য ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। (২৯ মার্চ) যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল জনাব মোঃ জুয়েল ইমরান মহোদয় এবং চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সবুজ এর তত্ত্বাবধানে চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআই বিপ্লব সরকার সঙ্গীয় ফোর্স সহ ৫১ বোতল ফেন্সিডিল, একটি লাল রংয়ের হিরো গ্লামার মোটর সাইকেল সহ ০১ জনকে গ্রেফতার করেন। সে চৌগাছা ইন্দ্রপুর গ্রামের আবু হানেফ মন্ডলের ছেলে মোঃ আশিকুল ইসলাম(৩৫)। এসংক্রান্তে ১টি মাদক আইনে মামলা রুজু হয়েছে এবং আসমীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশের সফল অভিযানে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার