চৌগাছায় ইট পড়ে শিশু মৃত্যুর ঘটনায় মালিক ও শ্রমিক গ্রেফতার
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় নির্মাণাধীন পাঁচ তলা ভবন থেকে ইট পড়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শ্রেয়া বালা (৭) নিহতের ঘটনায় ভবন মালিক ও শ্রমিকের নামে মামলা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, শনিবার (১৮ মার্চ) রাতেই নিহতের বাবা হোমিও চিকিৎসক শংকর বালা প্রটেকশন ছাড়া বিল্ডিং নির্মাণের ফলে অবহেলাজনিত কারণে হত্যার অভিযোগ এনে এই মামলা করেন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় অভিযুক্ত ভবন মালিক জিল্লুর রহমান ও নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) রেজাউল ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। রবিবার (১৯ মার্চ) দুপুরে মামলার দুই আসামি ভবন মালিক হোমিও চিকিৎসক জিল্লুর রহমান (৬৫) ও রাজমিস্ত্রি রেজাউল ইসলামকে (৪২) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার জিল্লুর রহমান চৌগাছা শহরের বাকপাড়া গ্রামের এবং রেজাউল ইসলাম উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।
চৌগাছায় ইট পড়ে শিশু মৃত্যুর ঘটনায় মালিক ও শ্রমিক গ্রেফতার
গতকাল শনিবার সকাল দশটার দিকে চৌগাছা শহরের পুরাতন মাইক্রোবাসস্ট্যান্ডে নির্মাণাধীন জিল্লুর রহমানের নির্মাণাধীন ভবনের থেকে ইট পড়ে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির সম্মুখে সড়কের বিপরীতপাশেই শ্রেয়ার বাবার চাঁদশীর চিকিৎসালয়। শ্রেয়া চৌগাছা শহরের রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুলের ২য় শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং শহরের ৪নং ওয়ার্ডের নিরিবিলিপাড়ার ভাড়াটিয়া শংকর কুমার বালা ও বুলি বালা দম্পতির একমাত্র সন্তান। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার একটি গ্রামে। শ্রেয়ার বাবা দীর্ঘদিন চৌগাছা শহরে বসবাস করে হোমিওপ্যাথি চিকিৎসালয় ও চাঁদশীর (ক্ষত) চিকিৎসালয় পরিচালনা করেন।
চৌগাছায় ইট পড়ে শিশু মৃত্যুর ঘটনায় মালিক ও শ্রমিক গ্রেফতার