চৌগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিক আতিউর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
চৌগাছা উপজেলা পরিষদের ২বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ও স্বনামধন্য সাংবাদিক মরহুম আতিউর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০মে) বিকাল ৪টায় চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব চৌগাছা, যশোরের পক্ষথেকে এই স্মরণ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে স্বরণসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, ড. আব্দুস শুকুর, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান সুমন, ক্রীড়া সম্পাদক এম এ রহিম, কার্যনির্বাহী সদস্য কাজী আসাদুল ইসলাম, আজিজুর রহমান, আব্দুল আলিম, রায়হান হোসেন, আলমগীর কামাল, শফিকুল ইসলাম, জাহিদ হাসান সোহান, আবু জাফর বিশ্বাস, প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যন্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আসিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এস এম মনিরুল ইসলাম রকি, পাশাপোল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান বাপ্পি, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লাভলূর রহমান, হাকিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা শাহী জামে মসজিদের পেশ ইমাম শাহজাহান কবীর। উল্লেখ্য, মরহুম আতিউর রহমান প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টুর পিতা। তিনি ২০০৩ সালের ৩০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
চৌগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিক আতিউর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত