চৌগাছায় স্কাউট দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় স্কাউট দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতার স্মরণে ১৫ পাউন্ডের কেক কাটা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি প্রায় ২ কিলোমিটার অতিক্রম করে চৌগাছা সরকারি কলেজ মাঠে পৌঁছে অতিথি, উপজেলা স্কাউটের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী নিয়ে এই কেক কাটা হয়। র্যালি ও কেককাটা অনুষ্ঠানে উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা এবং চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান নেতৃত্ব দেন।
চৌগাছায় স্কাউট দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
অন্যান্যের মধ্যে উপজেলা স্কাউটের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মারুফুর রহমান সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ইউনিট লিডার রবিউল ইসলাম, সরকারি কলেজের সাবেক রোভার এইচ এম ফিরোজ, রোভার মেট আশিকুল ইসলাম মিথুন, কলেজের বর্তমান রোভার মেট আলিফ রহমান, আল আমিন, নুর নবীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিতে প্রায় দুইশত রোভার স্কাউট সদস্য অংশ নেন। স্কাউটিং আন্দোলনোর প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খৃস্টাব্দের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং তারই হাত ধরে ১৯০৭ খৃস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ২২ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয়।
চৌগাছায় স্কাউট দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা