চুনারুঘাটে বাকিতে স্যার না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম
চুনারুঘাট প্রতিনিধি:
চুনারুঘাটে বাকিতে স্যার না দেয়ায় মিজানুর রহমান(৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫ টায় চুনারুঘাট উপজেলার কাচুয়া বাজারে। মিজানুর রহমান উপজেলার কাচুয়া গ্রামের রজব আলীর পুত্র ও ৩ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের একজন সদস্য। আহত সুত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে কাচুয়া বাজারে তার আত্নীয় তোফাজ্জল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে স্যার খরিদ করতে জান কাদির মিয়া নামের এক ব্যক্তি। কিন্তু কাদির মিয়া স্যারের টাকা না নিয়ে চলে যাচ্ছিলেন। এসময় মিজানুর রহমান কাদিরকে বাকিতে দেয়া হবেনা জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে কাদির মিয়া তার লোকজন নিয়ে মিজানুর রহমানের উপর ওতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মিজানুর রহমানকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে।
চুনারুঘাটে বাকিতে স্যার না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম