চুনারুঘাটে দুই ছাত্রকে বাসায় ধরে নিয়ে মারধর
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে দুই ছাত্রকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে নির্যাতন করেছে যুবদল নেতা শাহনূর ও তার দলবল। জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুনারুঘাট পৌরশহরের ডিসিপি হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র নয়ানী গ্রামের সিদ্দিক আলীর ছেলে শাকিল মিয়া (১৪) ও একই গ্রামের মহরম আলীর ছেলে মিজান (১৪) কে স্কুলের গেইট থেকে উত্তর বাজারের (বড়াইল) গ্রামের যুবদল নেতা শাহনূর ও তার দলবল দুই ছাত্রকে তুলে নিয়ে শাহনূরের বাসায় আটক করে মারধর করে। পরে খবর পেয়ে চুনারুঘাট এসআই ছদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে দুই ছাত্রকে উদ্ধার করেছে। এনিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে।
চুনারুঘাটে দুই ছাত্রকে বাসায় ধরে নিয়ে মারধর