চুনারুঘাটে গলা কেটে হত্যার চেষ্টা, আটক ১
চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে স্বপন মিয়া (১০) নামের এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্বপন মিয়া মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের কবির মিয়ার পুত্র।
সোমবার সকালে জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের পুকুর পাড়ের জঙ্গলে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের কবির মিয়া চুনারুঘাট পৌর শহরের পাকুরিয়া গ্রামে ভাড়াটিয়া থেকে ভাঙ্গারী ব্যবসা করেন।
সোমবার সকালে পশ্চিম পাকুরিয়া গ্রামের চান মিয়ার ছেলে শান্ত (১৯) স্বপনকে নিয়ে ডিসিপি স্কুলের মাঠের পাশে খেলা করতে গিয়েছিল।
চুনারুঘাটে গলা কেটে হত্যার চেষ্টা, আটক ১
কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় স্বপনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা এবং তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। আহত শিশুর অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
চুনারুঘাট থানার এসআই সনজিত, লিটন রায় অভিযান চালিয়ে উপজেলার মিরাশি ইউনিয়নের চমলতলা এলাকা থেকে কয়েক ঘন্টার মধ্যে শান্তকে গ্রেফতার করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, এ ঘটনায় অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
চুনারুঘাটে গলা কেটে হত্যার চেষ্টা, আটক ১