মোঃ আরিফুল ইসলামঃ
মনোমুগ্ধকর আয়োজনে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ৭৯ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৩১ জানুয়ারী সকালে বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ পাটওয়ারীর সুযোগ্য পুত্র আমেরিকা প্রবাসী কামাল আহমেদ মুক্তা পাটওয়ারী।
চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন রিপন পাটওয়ারী’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক আওলাদ হোসেন, সদর উপজেলা শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, ম্যানেজিং কমিটির দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ ওয়ালি উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া পাটওয়ারী, দাতা সদস্য আয়শা আক্তার রিনা, সম্মানিত অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ শেখ, অভিভাবক সদস্য মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারী, মোঃ সেলিম পাটওয়ারী, মোঃ খোকন খান মোঃ সালাহউদ্দিন বাবু, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তালহা ফারুকী সঞ্জয় ইউপি সদস্য শেখ ফরিদ আহমেদ রুবেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের স্কুলের পক্ষ থেকে বেজ পড়িয়ে ও ফুলেল শুভেচছা জানান। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। দিনবর শিক্ষার্থীরা নানা ইবেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। ক্রীড়া অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবক শিক্ষক মন্ডলি বার্ষিক ক্রীড়ায় অংশ নেন। বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাজে পুরস্কার বিতরণ করা হয়।
আরোও পড়ুন : সফল ফ্রিল্যান্সার! হতাশায় ডুবে যাওয়া রিপন মৃধার আয় এখন মাসে ৩ লাখ টাকা
মাঠে খেলা পরিচালনা করেন জানারা বেগম, খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য শিক্ষক মন্ডলি।
আমাদের আরোও নিউজ সমূহ : নিউজ ২৪৭ বিডি