চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে মিলাদ ও দোয়া
মো: আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং চান্দা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী ।
ঐ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন রিপন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম,ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আবু ইউসুফ শেখ সহ অন্যান্য শিক্ষক ও অতিথি বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আওলাদ হোসেন।অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:সুলতান মাহমুদ রাসেল ।উক্ত অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদের হাতে ২০২৩ ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্মরণিকা প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা ওয়ালিউল্লাহ ।
অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও এসএসসি পরীক্ষার্থী এবং অধ্যায়নরত শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঐ বিদ্যালয় থেকে এবছর ২০৬ জন পরিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় অংশ নিবে।