চাঁদপুর সরকারী টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ে চলছে জমজমাট অবৈধ কোচিং বাণিজ্য
দীন মোহাম্মদঃ
চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল হাই স্কুলে অবৈধ কোচিং বাণিজ্যের জমজমাট মেলা বসেছে। অত্র স্কুলের হোস্টেল এবং বিদ্যালয়ের মুখের সামনেই অত্র স্কুলের শিক্ষক রাফি, শাহীন, আরিফ, আলম এবং সোহেলী ম্যাডাম এই অবৈধ বাণিজ্য চালাচ্ছেন। শিক্ষার্থী প্রতি নিচ্ছেন ১৮’শ, দুই হাজার টাকা করে। এবিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অবগত নন বলে জানান। আর চাঁদপুর জেলা শিক্ষা অফিসার বলেন, প্রধান শিক্ষকের সাথে কথা বলে ব্যবস্থা নিবেন। এদিকে প্রতিষ্ঠানটির সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।
বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ২০১২ সালের আইন অনুযায়ী প্রাইভেট ও কোচিং বাণিজ্য অবৈধ হলেও চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে’তা দেদারসে চলছে। বিদ্যালয়ের হোস্টেলে প্রাইভেট পড়াচ্ছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শাহীন স্যার।
চাঁদপুর সরকারী টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ে চলছে জমজমাট অবৈধ কোচিং বাণিজ্য
সরজমিনে দেখা যায়, ঐ ভবনে প্রতি তলায় ও সিড়িতে অহরহ মাদকের চিহ্ন। নবম শ্রেনীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন দুই হাজার টাকা করে। অন্যদিকে বিদ্যালয়ের সামনের বাসাবাড়ি ভাড়া নিয়ে প্রাইভেট পড়াচ্ছেন অত্র স্কুলের শিক্ষক রাফি, শাহীন, আরিফ, আলম এবং সোহেলী ম্যাডাম। এক একেকটা ব্যাচে ৪০/৫০ জন শিক্ষার্থী একসাথে গাদাগাদি পরিবেশে প্রাইভেট পড়াচ্ছেন। শিক্ষার্থী প্রতি নিচ্ছেন ১৫’শ থেকে দুই হাজার টাকা করে। টানা ৫দিন অনুসন্ধান চালিয়ে ৩০/৪০জন শিক্ষার্থীর ভিডিও বক্তব্যে এসকল তথ্য উঠে আসে। এসকল বিষয়ে অভিযুক্ত শিক্ষকরা কোন সদুত্তর দিতে পারেন না। বরং অভিযুক্ত শিক্ষক রাফি বলেন, আপনারা কার অনুমতি নিয়ে ছবি তুলেছেন। আপনাদের বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে মামলা করা হবে। এরপর একটা বদ্ধ রুমে অত্র প্রতিবেদনের রিপোর্টারের ছবি এবং ভিডিও শিক্ষকদের মোবাইলে ধারণ করেণ।
একই সাথে ভিবিন্ন মহলে ফোনের মাধ্যমে প্রভাব খাটানোর ছেষ্টা করেন।
এসব বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, এখনতো স্কুল বন্ধ। এসকল শিক্ষকরা বাসা বাড়ি ভাড়া নিয়ে কি করে তা আমার জানা নেই।
এব্যাপারে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা বলে ব্যবস্থা নিব।
চাঁদপুর সরকারী টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ে চলছে জমজমাট অবৈধ কোচিং বাণিজ্য
এদিকে প্রতিষ্ঠানটির সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।