চাঁদপুর গোপাল জিউর আখড়ায় ১২১ তম দোল উৎসবের আজ দ্বিতীয় দিন
শ্যামল সরকারঃ
চাঁদপুর গোপাল জিউর আখড়ায় মন্দির কমিটির উদ্যোগে ১২১ তম দোল উৎসব শুরু হয়েছে গতকাল ৭ মার্চ মঙ্গলবার, আজ চলছে দ্বিতীয় দিন এতে ভক্তদের দেখাগেছে সার্বিক অংশগ্রহণে উপচে পড়া ভির পরিলক্ষিত হয়েছে । বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় চল্লিশ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ চলছে।
যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে জীবের উদ্ধার ও শান্তিকল্পে ও মানব কল্যাণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। ভবসিন্ধু পারের একমাত্র সম্বল হরেকৃষ্ণ মহানাম মন্ত্র। তাই জগৎ মঙ্গলারতে গত ৬ মার্চ সোমবার অধিবাস ও ভাগবত পাঠের মাধ্যমে ১২১ তম দোল উৎসব শুরু হয়েছে।এ মহা হরিনাম চলবে ১১ মার্চ শনিবার অহোরাত্র পর্যন্ত। নামসূধা পরিবেশন করে নীলফামারীর সোনার গৌড় সম্প্রদায়, বরিশালের ভক্ত প্রহল্লাদ সম্প্রদায়,রাখাল সম্প্রদায়, জয় কৃষ্ণ সম্প্রদায়, রাই ধ্বনী সম্প্রদায়, খুলনার রায় কানাই সম্প্রদায়। তাছাড়া ১২ মার্চ রোববার দিবা রাত্রী অষ্টকালীন কীর্তন পরিবেশন করবে ভারতের অনু রাধা মল্লিকের দল, গুলশানের রুনা দাসের দল ও মাদারীপুরের সুজন সূত্রধরের দল। ৪০ প্রহর মহানাম যজ্ঞে সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সভাপতি অভিজিত রায় ও সাধারন সম্পাদক বাপ্পী পাল।
চাঁদপুর গোপাল জিউর আখড়ায় ১২১ তম দোল উৎসবের আজ দ্বিতীয় দিন