স্বাধীনতা দিবসে স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যতিক্রমী উদ্যোগ
স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসকে কেন্দ্র করে চাঁদপুর জেলার একটি সামাজিক সংগঠন স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহনের অংশ হিসেবে চাঁদপুরের শতাধিক অসহায় ও গরীব দুঃখীর মাঝে সেহরির খাবার বিতরণ করেন।
গত ২৭ মার্চ সোমবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন স্থানে অসহায় গরীব দুঃখী মানুষের কাছে গিয়ে হাতে হাতে খাবার পৌঁছে দেয় সংগঠনটির সংশ্লিষ্ট ব্যক্তিগন।
গরীব অসহায় মানুষ যেনো অন্তত একটি রাত পরিতৃপ্তির সাথে এক বেলা সেহরি খেতে পারে সেই লক্ষে সংগঠনটির এই ব্যতিক্রমী আয়োজন।
সেই লক্ষ্যে খাবারের তালিকায় তারা সাদা ভাত, খাসির মাংসের ঝোল আলু এবং মিনারেল ওয়াটার সংযুক্ত করেন। যতে করে গরীব দুঃখীজন পূর্ণ তৃপ্ততায় খাবার আহরন করতে পারেন।
স্বাধীনতা দিবসে স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যতিক্রমী উদ্যোগ
২৭ মার্চ রাত ১টা থেকে স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অস্থায়ী কার্যালয় ৯৯১ মমিন পাড়ার সামনে থেকে শুরু করে কালিবাড়ি রেলওয়ে স্টেশন হয়ে বড় স্টেশন মোল হেড পর্যন্ত সেহরির খাবার বিতরণ করেন। এতে আনুমানিক শতাধিক অসহায় মানুষ সেহরির খাবার পান।
সেহরির খাবার বিতরণ কালে সংগঠনের সভাপতি বি এম হাসান, সহ সভাপতি মোঃ ওমর ফারুক, কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, কার্যকরী সদস্য মোঃ মাহবুব খান সুজন, আব্দুর রহমান তারেক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
তাদের এই ব্যতিক্রমী কার্যক্রমকে এলাকাবাসীসহ সমাজের সূধীজন সাধুবাদ জানান। সামনে এধরণের কার্যক্রমে অগ্রসর হতে সংগঠনটি সমাজের সর্বসাধারণের প্রতি সহযোগিতা কামনা করেন।
স্বাধীনতা দিবসে স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যতিক্রমী উদ্যোগ