চাঁদপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সদস্য মানিক
স্টাফ রিপোর্টারঃ
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুর জেলা পুলিশ সদস্য আপন হোসেন মানিক। চাঁদপুর জেলা মেজিস্ট্রেট ও দায়রা জজ চত্বরে এক ভবঘুরে ব্যক্তি দীর্ঘদিন ধরেই অবস্থান করে আসছিলেন। গত মঙ্গলবার তাকে অসুস্থ্য অবস্থায় পরে থাকতে দেখে খাবার ও ঔষধ কিনে দিয়ে তার নাম জানতে চান এই পুলিশ সদস্য। তিনি তার নাম জানান রফিক। তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মমতাজবাজার এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা পুলিশ সদস্য আপন হোসেন মানিক জানান,”গত এক মাস ধরে লোকটিকে আমি ভবঘুরে অবস্থায় দেখতে পাই। তার চুল ও দাড়ি এতটাই বড় হয়ে গিয়েছিলো যে কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। তার কাছে গিয়ে নাম ও ঠিকানা জানতে চাইলে সেটিও বলতে চায়নি। পরে গত মঙ্গলবার তাকে অসুস্থ্য অবস্থায় দেখতে পেয়ে ঔষধ কিনে দেই এবং তার চুল দাড়ি কেটে তাকে নতুন জামা পড়িয়ে দেই। আমি চাই রফিক তার পরিবারের কাছে নির্বিঘ্নে ফিরে যাক এবং সে তার স্বাভাবিক জীবন যাপন করুক।