স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে জেলা স্বেচ্ছাসেবকলীগের মোমবাতি প্রজ্জ্বলন
একটি নতুন পতাকা, একটি বজ্র কণ্ঠ ভাষণ, একটি ভীষণ কালো রাত অর্থাৎ বাংলাদেশের মুক্তি সংগ্রামে
১৯৭১ এর সেই অগ্নিঝরা মার্চকে স্মরণ করে চাঁদপুরে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
পহেলা মার্চের দিবাগত রাতের প্রথম প্রহরে চাঁদপুর সরকারি কলেজের বঙ্গবন্ধুর মুর্যাল প্রাঙ্গণে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল করে। মিছিলটি শহরের কালীবাড়ি মোড় হতে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ প্রাঙ্গণে শেষ হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হেলাল হোসাইন বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। আমরা আজকের এই দিনের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অগ্নিঝরা মার্চে শপথ নিলাম। যেকোন মূল্যে স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করতে আমরা জেলা স্বেচ্ছাসেবকলীগ সবসময় রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ।
চাঁদপুরে অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে জেলা স্বেচ্ছাসেবকলীগের মোমবাতি প্রজ্জ্বলন