চাঁদপুরের মানববন্ধনে জনস্রোত
মোহসিন পাটোয়ারীঃ
আগামী নির্বাচনে আওয়ামী লীগ এক তৃতীয়াংশ ভোট পাবেনা।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল, গ্যাস, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সীমাহীন উর্ধগতির প্রতিবাদে এবং বর্তমান অবৈধ সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল জাতীয়তাবাদী রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী “মানববন্ধন” করে চাঁদপুর জেলা বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক “ব্যারিস্টার রুমিন ফারহানা”।
সভাপতিত্ব করেন, “চাঁদপুর জেলা বিএনপির সভাপতি- শেখ ফরিদ আহমেদ মানিক”।
আগামী নির্বাচনে এক তৃতীয়াংশ ভোট পাবেনা আওয়ামী লীগ, অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, অবৈধ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার এর অধীনে নির্বাচন দিতে হবে, নতুবা জনগণকে সাথে নিয়ে সরকারের পতন নিশ্চিত করবেন বলে হুশিয়ারী প্রদান করেন।
‘ব্যারিস্টার রুমিন ফারহানা’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাঁদপুরের মানববন্ধনে জনস্রোত
সভাপতি, শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মামলা হামলা করে আন্দোলন বন্ধ করা যাবেনা। চাঁদপুরের মানুষ জাগ্রত অবস্থায় আছে, আরো কঠিন আন্দোলন চায় চাঁদপুরের জনগণ। মানববন্ধনে আাসার সময় বিভিন্ন যায়গায় অতর্কিত হামলা হয়েছে বলে জানান।
আগামী দিনে রাজপথে থেকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আশ্বাস দেন।
উক্ত মানববন্ধনে চাঁদপুর জেলা সহ বিভিন্ন উপজেলার নেতা কর্মী বৃন্দ উপস্থিত হোন।
চাঁদপুরের মানববন্ধনে জনস্রোত