গরীব অসহায় কৃষকের ধান মাড়াই করে ঘরে তুলে দিলো ময়মনসিংহ মহানগর যুবলীগ
মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি,
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও মানবিক যুবলীগের প্রবর্তক শেখ ফজলে শামস্ পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে ময়মনসিংহ মহানগর যুবলীগের সংগঠক রাফিউল আদনান প্রিয়ম এর নেতৃতে ময়মনসিংহ মহানগরীর ৩০ নং ওয়ার্ডের অসহায় কৃষক আসাদুল ইসলামের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন, এসময় কৃষক আসাদুল ইসলাম বলেন কাজের লোকের দাম বেশি হওয়ায় অনেক বেশি চিন্তিত হয়ে পরেছিলাম ক্ষেতে পাকা ধান কিভাবে কি করবো তারপর ময়মনসিংহ মহানগর যুবলীগের এমন উদ্দ্যোগের কারণে ঘরে ধান তুলতে পেরে অনেক খুশি এমনটাই জানান আসাদুল ইসলাম, এবং ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি এবং তার দীর্ঘায়ু কামনা করেন।