গফরগাঁও থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪
মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
গত ২৪ ঘন্টায় ৩০/০৩/২০২৩ইং তারিখ সকাল পর্যন্ত গফরগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া চারজন আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার, ময়মনসিংহ এবং অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেলের দিক নির্দেশনায় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানার হত্যা মামলা নং-২৪, তাং-২৬/০৩/২০২৩, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/ ৩২৩/৩০২/৪২৭/৩৪ পেনালকোড ১৮৬০ এর এজাহার নামীয় ০১ নং আসামী মোঃ আঃ ছাত্তার(৬০), পিতা-মৃত-আহম্মদ আলী, মাতা-মৃত-আয়মননেছা ,স্থায়ী: গ্রাম- দক্ষিণ পুখুরিয়া, উপজেলা/ থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ ও মামলা নং-২১, তাং-২৫/০৩/২০২৩, ধারা-৪৯৮/৩৮০ পেনাল কোড এর আসামী ১.মোঃ শরীফ ওরফে সাদা (২৪), পিতা-রইছ উদ্দিন, সাং-রাঘাইচটি, ৬ নং ওয়াড, সালটিয়া ইউনিয়ন, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আসামী ২.আঃ কাদের সুমন (৩০), পিতা মৃত-শুকুর আলী, সাং-হাতিখলা, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ ৩.শ্রী অনয় (১৯), পিতা-শ্রী অনু বনিক, মাতা কনিকা, সাং-খাহ্রা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জগণকে ধৃত করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে হত্যা মামলার আসামি আঃ সাত্তার নিজের দোষ স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করিয়াছে।
গফরগাঁও থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪