গফরগাঁওএ ওয়ারেন্টভোক্ত ও পলাতক ৪ আসামি গ্রেফতার
মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
অদ্য ইং-১৫/০২/২০২৩ তারিখ অফিসার ইনচার্জ জনাব ফারুক আহমেদ এর দিকনির্দেশনায় গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে গফরগাঁও থানা এলাকা এবং গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করিয়া ০২ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন মোঃ আল আমিন, পিতা-মোঃ মোকলেছ মোল্লা , ঠিকানা: স্থায়ী: গ্রাম- রসুলপুর (মাদ্রাসার ডান পার্শে) , উপজেলা/থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ, জিআর ওয়ারেন্ট ভুক্ত ও ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন(৩৫), পিতা-মকবুল হোসেন ওরফে বটু মিস্ত্রি, মাতা-রহিমা খাতুন ,স্থায়ী: গ্রাম- ষোলহাসিয়া ০৪ নং ওয়ার্ড সালটিয়া ইউপি , উভয় থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম(২৪), পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-নাছিমা খাতুন ,স্থায়ী: গ্রাম- পুখুরিয়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহদ্বয় এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ০১ জন মওদুদ আহম্মেদ(৩০), পিতা-সিরাজ উদ্দিন, মাতা-সেলিনা বেগম, সাং-চর আলগী ভুরাকালী চর, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ সহ মোট ০৪ জন আসামীকে ধৃত করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গফরগাঁওএ ওয়ারেন্টভোক্ত ও পলাতক ৪ আসামি গ্রেফতা