মোহসিন পাটোয়ারীঃ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশে- মোঃ জাবের আহমেদ (ইহান) এর ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় পরিবারে খুশির ইমেজ ।
কারিগরি ত্রুটির কারণে স্থগিত হওয়া ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল গতকাল বুধবার রাতে ১০ঃ৪০ মিনিটে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে আগের ফলে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।
চাঁদপুর জেলার, মতলব দক্ষিণ উপজেলার, ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন এর ১৬০ নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র – “জাবের আহমেদ ইহান” -(ক্লাস রোলঃ ০১, বৃত্তি পরীক্ষার রোলঃ ৫২০), পিতাঃ ফয়সাল আহমেদ রুবেল পাটোয়ারী (ডাক্তার),
মাতাঃ সাহানাজ আক্তার (সহকারী শিক্ষিকা)
ট্যালেন্টপুল ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে।
ছেলের ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় বাবা-মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তাদের প্রচেষ্টায় ছেলের এই সফলতা পরিবারে আনন্দের আজ মহা উৎসবে পরিনত হয়েছে।
ইহানের বাবা রুবেল পাটোয়ারী জানান রেজাল্ট সংশোধন হবে শুনে ছেলের ট্যালেন্টপুলে বৃত্তির রেজাল্ট হাতে পেয়েও অনেকটা দুঃশ্চিন্তায় ছিলাম। আল্লাহর রহমতে সংশোধনী রেজাল্টেও মতলব দক্ষিণ উপজেলায় মোট ৪৮ জন ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ছাত্রদের মধ্যে, ছেলের রেজাল্ট ঠিক থাকায় আমরা অনেক খুশি।
১৬০ নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আঃ শুক্কুর জানান, ইহান অনেক মেধাবী ছিল, ক্লাসে সব সময় ভালো রেজাল্ট করে আসছে, আমার বিশ্বাস ছিল ইহান ভালো কিছু করবে। প্রধান শিক্ষক জানান ইহানের জন্য আমাদের স্কুলের সুনাম বৃদ্ধি পেয়েছে, আমরা সকল শিক্ষক বৃন্দ অনেক খুশি এবং তার সহপাঠীরাও অনেক খুশি।
প্রধান শিক্ষক ইহানের মঙ্গল কামনা করেন, এবং ইহান একদিন অনেক বড় হবে বলে বিশ্বাস করেন।
ইহানের বাবা রুবেল পাটোয়ারী ছেলের জন্য সকলের নিকট দুয়া চেয়েছেন।
ইহানের ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় পরিবারে খুশির ইমেজ