ইফতার সামগ্রী নিয়ে দুঃস্থ মানুষের পাশে ডিংগা ভাংগা মানব কল্যাণ ও সামাজিক সংগঠন
মোহসিন পাটোয়ারীঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন উপাদী উত্তর ইউনিয়নের ডিংগা ভাংগা মানব কল্যাণ ও সামাজিক সংগঠনের উদ্যোগে, ডিংগা ভাংগা গ্রামের ৩৫ ‘টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ২৮ মার্চ মঙ্গলবার বেলা দুই ঘটিকা সময় সংগঠনের সদস্যবৃন্দ বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রীতে প্রতিটি পেকেটে ছিলো, চাল, ডাল, আলু্, তৈল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুর, ও ট্যাংকসহ বিভিন্ন খাদ্যপণ্য।
এ উপলক্ষ্যে ডিংগা ভাংগা মানব কল্যাণ ও সামাজিক সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল,।
আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন, একটি স্বেচ্ছাসেবীক সংগঠন, একে অন্যের হাত ধরি দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি এই স্লোগান আমাদের প্রতিটি সদস্যের কষ্ট উপার্জিত অর্থের কিছু অংশ দিয়ে এলাকার হতদারিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। তাদের বিপদ-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো।
ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ রবিউল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল গাজী, সহ সকল সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সমিতির সকল সদস্যবৃন্দ।
ইফতার সামগ্রী নিয়ে দুঃস্থ মানুষের পাশে ডিংগা ভাংগা মানব কল্যাণ ও সামাজিক সংগঠন