আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এম, এ, কাদের মিয়ার মােনয়ন পত্র দাখিল
মো:মামুনুর রশিদ রাতুল, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচনে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে রবিবার দুপুর ১২ টায় সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার দপ্তরের মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলের সময় তার সাথে ছিলেন, আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা , চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,পৌর যুবলীগ সভাপতি অ্যাড আরিফ উল হাসান আরিফ , আমতলী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।
মনোনয়ন পত্র দাখিল শেষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড: এম এ কাদের মিয়া বলেন, আগামী ১৬ মার্চ আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীকে নির্বাচিত করে মানবতার মা গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এম, এ, কাদের মিয়ার মােনয়ন পত্র দাখিল