আমতলীতে মাননীয় প্রধানমন্ত্রীর ০৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
মো:মামুনুর রশিদ রাতুল, আমতলী(বরগুনা)প্রতিনিধি:
০৭ই মে,২০০৭ সেনা পরিচালিত তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থা, বাধা ও হামলাকে উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ মে) সকাল ১১ টায় টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা,আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মো. হারুন অর রশিদ, মো. জাহিদুল ইসলাম জুযেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাসুম তালুকদার, জনস্বাস্থ্য সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপন, বিজ্ঞান ও আইসিটি সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন মালাকার, উপজেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন তপু সদস্য মো. রিয়াজ উদ্দিন মৃধা ,উপজেলা যুবলীগ সহসভাপতি মো. মাহবুবুররহমান মো. সাইফুল ইসলাম বাদল প্যাদা সহ উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটির সদস্যরা ও উপজেলা যুবলীগ ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।
সভাপতির বক্তেব্য মো. মতিয়ার রহমান বলেন, সেই দুর্দিনে জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে বিমান বন্দর থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সেনা সরকারের রক্ত চক্ষু উপক্ষো করে তার বাসভবন সুদা সদনে যাওয়া পর্যন্ত তার সাথে ছিলাম।
আমতলীতে মাননীয় প্রধানমন্ত্রীর ০৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত