আমতলীতে নারী ও শিশু ভিত্তিক দুর্যোগ ঝুঁকি সচেতনতা বৃদ্ধি
মো:মামুনুর রশিদ রাতুল, আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে দুর্যোগ ঝুঁকি, নারী ও শিশুদের নিয়ে আগাম বার্তা প্রচারের জন্য আলোচনা সভা করা হয়েছে। নারী ও শিশুভিত্তিক দূর্যোগ ঝুঁকি সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্ক বার্তা বিষয়ক প্রচারাভিযানের আয়োজন করে ‘এফএইচ’ ফুড ফর হাংগিরি অ্যাসাসিয়েশন।
সোমবার সকাল ১০টার দিকে ঘটখালী মধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এক বর্নাঢ্য র্যালি বের হয়।র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল।
এফএইচের কার্যক্রম সম্পর্কে আলোচনা, জীবন মানোন্নয়ন ও দুর্যোগ কালীন সময়ে নারী ও শিশুভিত্তিক সংবেদনশীল আচরণ। নারী ও শিশু যৌন নির্যাতনের শিকার না হয়, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা।আশ্রয়কেন্দ্রে বৈষম্যর শিকার না হওয়া থেকে নিজের রক্ষা করা।
কমিউনিটির চাওড়া টিম লিডার সামসুন্নাহার লাভলী বলেন, নারী ও শিশুদের জীবন মানোন্নয়নের পাশাপাশি শিশুদের মেধার বিকাশ বৃদ্ধির লক্ষ্যে ‘এফএইচ’ শিশুদের নিয়ে কাজ করে। দুর্যোগকালীন সময়ের আগাম বার্তা, বিল বোর্ড স্থাপন ও বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে সব ধরনের প্রচারণা করেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কনে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বরগুনা জেলা পরিষদ সদস্য, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আহরুজ্জামান আলমাস খানের সভাপতিত্বে এফএইচ এসোসিয়েশন চাওড়া কমিনিউটির টিমলিডার সামসুন্নাহার লাভলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার, ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম , সাংবাদিক আবু সাইদ খোকন, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম মোল্লা , সাংবাদিক মো. সাইদুর রহমান রাব্বানী । সভায় স্বাগত বক্তব্য রাখেন এফএইচ এসাসিয়েশন বরগুনা, পটুয়াখালী ও আমতলী অঞ্চলের এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার মো. শরিফুল ইসলাম।
এফএইচ এসোসিয়েশন আমতলী এড়িয়া প্রোগ্রাম এর সহযোগিতায় এফএইচ এসোসিয়েশন চাওড়া কমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।