আমতলীতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা
মো:মামুনুর রশিদ রাতুল,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়াকে সোমবার সকালে সংবর্ধনা দিয়েছে বরগুনা জেলা আইনজীবী সমিতি আমতলী অফিস।
আইনজীবি সমিতির হলরুমে সহ-সভাপতি এ্যাডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সিনিয়র আইজীবি বীরমুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন তালুকদার, এ্যাডভোকেট হরিহর ও এ্যাডভোকেট মো. মহসীন প্রমুখ।