আমতলীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
মো:মামুনুর রশিদ রাতুল, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে মঙ্গলবার সকাল ১১.০০টায় উপজেলা পরিষদের হল রুমে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
আমতলী উজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান,ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান, চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. কবির দেওয়ান, সম্পাদক এম এ সাঈদ খোকন প্রমুখ।