আবারও যুবকের লাশ উদ্ধার, মতলব দক্ষিণ যেন লাশ উদ্ধার এর কারখানা
মোহসিন পাটোয়ারীঃ
মতলব দক্ষিণ উপজেলায় আবারও পাওয়া গেলো যুবকের লাশ, এ যেনো লাশ উদ্ধার এর কারখানা।
৫ নং উপাধি উত্তর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের, দক্ষিণ ডিংগাভাংগা আকবর আলী মিজি বাড়ির মোঃ আবু তাহেরের বড় ছেলে, মোঃ আক্তার মিজি (৪০) এর মৃত দেহ ডিংগাভাংগা রাজারগাঁও এর খালপার সংলগ্ন জমিতে দেখতে পায় স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজন জানান, কে বা কাহারা আক্তার কে মেরে এখানে ফেলে রেখেছে।
স্থানীয় লোকজন আরো জানান যে তাহার তেমন কোন সত্রু নাই কিন্তু তাহার স্ত্রী কে নিয়ে শশুর বাড়ির সাথে কিছুটা জামেলা আছে বলে জানতে পারা যায়।
ঘটনাটি ঘটেছে গতকাল ০৭ মার্চ ২০২৩ রোজ মঙ্গলবার।
স্থানীয় লোকজন মতলব দক্ষিণ থানায় অবগত করলে, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হোন, অবশেষে চাঁদপুর থানা পুলিশ পিবিআই টিম মরা দেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ জানান ঘটনাটি তদন্ত করে সঠিক খুনি কে তা বের করতে সক্ষম হবো।
স্থানীয় জনমনে আতঙ্ক কাজ করছে , কয়েকদিন পর পর বিভিন্ন যায়গায় লাশ পাওয়া যাচ্ছে, স্থানীয় জনগণ প্রশাসনের সজাগ দৃষ্টি আসা করেন এবং প্রকৃত দোষীদের বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি কামনা করেন।
আবারও যুবকের লাশ উদ্ধার, মতলব দক্ষিণ যেন লাশ উদ্ধার এর কারখানা