অসহায় ও দুস্থ মানুষের পাশে আছে বালিয়ার স্বপ্ন সফল সুপার শপ
মোঃ আরিফুল ইসলামঃ
চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়নস্থ বালিয়া বাজারের পশ্চিম মাথায় অবস্থিত মনোরম পরিবেশে ও সুসজ্জিত আলোয় ঘেরা হাজারো অসহায় ও দুস্থ মানুষের স্বপ পুরনের লক্ষ্য গড়ে উঠেছে একটি অভিজাত ও নান্দনিক ব্যবসায় প্রতিষ্ঠান স্বপ্ন সফল সুপার শপ।যা গড়ে উঠেছে মূলত আপনার ও আমার মতো হাজারো মানুষের স্বপ্ন পুরনের একটি আলোক বর্তিকা নিয়ে। আলহামদুলিল্লাহ্ আপনাদের সকলের সুদৃষ্টির দিক বিবেচনা করে চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে একটি নতুন সুপারশপ উদ্ভোদনন হয়েছে যা স্বপ্ন সফল সুপার শপ নামে খ্যাত। এ স্বপ্ন সফল সুপার শপে রয়েছে উন্নতমানের অসাধারন নিত্য দ্রব্যসামগ্রী। ঐ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ স্বল্প মূল্যে ক্রয়ের সুযোগ করে দিয়েছেন দিনমজুরি, অসহায় ও দরিদ্র মানুষের দিক বিবেচনা করে। এমনকি এ স্বপ্নসফল সুপারশপ আয়ের ১০% ইসলামিক, সামাজিক,অসহায়,দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। এই স্বপ্নসফল সুপারশপ থেকে ক্রয়ের মাধ্যমে আপনি শরিক হতে পারেন এই মহৎ সামাজিক কার্যকর্মগুলোতে।। স্থানীয়রা বলেন, সহজ লভ্যে পণ্য-দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এমন সুন্দর ব্যবস্থা করার জন্য আমরা আনন্দিত ও স্বপ্নসফল সুপারশপ এর কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাই।।
আপনারা শুনে আনন্দিত হবেন যে, ২০২৩ পবিত্র মাহের রমজান উপলক্ষে স্বপ্নসফল সুপারশপের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ৩নং ওয়ার্ডের ১৪ টি মসজিদের ঈমামকে ঈদের খাদ্যসামগ্রী ও ঈদের পোশাক উপহার দেওয়া হয়েছে। যা মূলত ঐ এলাকার মধ্যে সর্বপ্রথম অসাধারন একটি কাজ করে মানুষের মনকে জয় করছেন স্বপ্নসফল সুপারশপ।সর্বোপরি এই মহৎ কাজের জন্য হলেও স্বপ্নসফল সুপারশপের সাথে সম্পর্কিত থাকুন। সবাইকে স্বপ্নসফল সুপারশপে আসার আমন্ত্রণ জানানো হইলো।
এছাড়াও অনলাইনে বা সরাসরি যোগাযোগ করতে পারেন।ঐ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয় যে, প্রতিষ্ঠানটি মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান। তাদের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয় বরং বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা ও মানব সেবা করাই তাদের মূল লক্ষ্য।